লাল পরী মাহি

By | 2:44 AM Leave a Comment
এখন আলোচনার তুঙ্গে আছেন মাহি। নিজের গ্গ্ন্যামার ও অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। সম্প্রতি হয়েছেন একটি বহুজাত কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এবার সেই পরী লালরঙা হেলিকপ্টার থেকে উড়ে এসে নামলেন। চারপাশটা নাড়িয়ে দিল পাখার ভারি হাওয়ার শব্দ। দরজা খুলতেই চোখে পড়ল এক তরুণী বসে আছেন। লাল পোশাক আর রাঙা ঠোঁটে তাকে লাল পরীর মতোই দেখাচ্ছিল। তার দু'চোখ ঢাকা সানগ্গ্নাসে। এটা তার ব্যক্তিগত কোনো হেলিকপ্টার নয়। দৃশ্যটি 'হানিমুন' ছবির। সাভার গলফ ক্লাব মাঠে এ দৃশ্যের চিত্রায়নের জন্যই কপ্টারটি ভাড়া করা হয়েছে। মাহি বলেন, 'হানিমুন' ছবির কাজগুলো বেশ ভালো হয়েছে। ছবির চিত্রায়নের জন্য হেলিকপ্টার ভাড়া করা হয়েছে।' পরিচালক সূত্রে জানা গেছে ছবিটি আসছে রোজার ঈদে মুক্তি পাবে।



































Bangla Movie

0 comments:

Post a Comment