অবশেষে নিজের সিনেমার নায়ক খুঁজে পেলেন কারান জোহার।
হৃতিক রোশান, রানভির সিং এবং আমির খানের দুয়ার
ঘুরে ‘শুদ্ধি’ জুটেছে সালমান খানের কপালে।
সম্প্রতি খবরটি নিশ্চিত করে সালমান জানান, ‘শুদ্ধি’তে অভিনয়ের
জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
“হ্যাঁ, আমি কারান
জোহারের সিনেমা ‘শুদ্ধি’তে কাজ করবো। আশা করছি খুব শিগগিরই শুরু করবো শুটিং।
আমার নতুন সিনেমা ‘কিক’এর মুক্তির পর আমার হাতে আছে সুরাজ বারজাতিয়ার একটি
ফিল্ম। এরপর কাজ শুরু হবে কাবির খানের সিনেমার, আরও আছে বনি
কাপুরের ‘নো এন্ট্রি মে এন্ট্রি’। এছাড়াও
আদিত্য চোপড়ার ‘সুলতান’ এবং মহেশ
মাঞ্জরেকারের সঙ্গেও একটি সিনেমায় কাজ করবো আমি।”
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খবরটি জানান নির্মাতা
কারান জোহারও। তিনি লেখেন, “সালমান খান অভিনয়
করবেন ‘শুদ্ধি’তে। সিনেমাটি
মুক্তি পাবে ২০১৬ সালের দিওয়ালিতে।”
কারানের সিনেমায় নায়ক হিসেবে প্রথমবারের মত দেখা যাবে
সালমানকে। ১৫ বছর আগে কারানের ‘কুছ কুছ হোতা
হ্যায়’ সিনেমাতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। অনেকে বলে থাকেন
প্রিয় বন্ধু শাহরুখ খানের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের কারণে সালমানকে এড়িয়ে চলেছেন কারান। তবে তার টক শো ‘কফি উইথ কারান’ এর সাম্প্রতিক
সিজনের প্রথম পর্বেই অতিথি হিসেবে ছিলেন
0 comments:
Post a Comment