ঢাকাই ছেলে হাবিব
ওয়াহিদ কলকাতার ছবিতে প্রথম গান গেয়েই বাজিমাত করলেন বাংলাদেশের জনপ্রিয়
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ! সম্প্রতি কলকাতায় প্রকাশ করা হয় হাবিবের একটি
সাক্ষাৎকার। আর এই সাক্ষাৎকারেই উঠে আসে টালিগঞ্জে হাবিবের বাজিমাত করার খবর।
সাক্ষাকারের
ভূমিকায় লেখা হয়েছে, "বিন্দাস-এ বাংলাদেশ। হাবিব ওয়াহিদের গাওয়া গান 'তোমাকে ছেড়ে আমি' এখন কলকাতার মানুষের মুখে মুখে।"
এই প্রথমবার
ভারতীয় বাংলা ছবির জন্য কাজ করলেন হাবিব। আর সেটাই হয়ে গেল হিট? এ প্রশ্নের জবাবে হাবিব ওই সাংবাদিককে বলেন, 'নেশা বলুন পেশা
বলুন, গানটাই আমার সব। নেশা থেকে পরে পেশা আর কী!
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে যোগাযোগ করার পর কাজটা করতে রাজি হয়েছি। কারণ 'তোমাকে ছেড়ে আমি' গানটা শুধুই একটা গান নয়, খাটি ভালোবাসার বার্তা।' হাবিবের সঙ্গে 'তোমাকে ছেড়ে আমি' গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয় গায়িকা তুলসী কুমার।
0 comments:
Post a Comment