কেটি-আলেকজান্ডারের প্রেমের একমাত্র কারণ----নিঃসঙ্গতা

By | 3:20 AM Leave a Comment
মিশন ইমপসিবল খ্যাত হলিউড সুপারস্টার টম ক্রুজের সাবেক স্ত্রী, হলিউড অভিনেত্রী কেটি হোমস নতুন প্রেমে মজেছেন। তিনি সুইডিশ অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ডের সঙ্গে প্রেম করছেন। এ জুটি এখন চুটিয়ে অভিসার করছেন।
গত বছর 'দ্য গিভার' ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে ৩৫ বছর বয়সী কেটি ও ৩৭ বছর বয়সী আলেকজান্ডারের মধ্যে দারুণ সখ্য গড়ে ওঠে। ছবির সেটে প্রায়ই খুনসুটিতে মেতে উঠতেন তারা। বিষয়টি গোপন করার চেষ্টা করলেও ছবির সেটের কারোরই নজর এড়াতে পারেননি কেটি ও আলেকজান্ডার।
শুধু তাই নয়, ছবির শুটিং শেষ হওয়ার পরও একে অন্যের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখেন কেটি ও আলেকজান্ডার। সম্প্রতি এ জুটিকে নিউইয়র্কের অভিজাত একটি হোটেলে একসঙ্গে ডিনার করতে দেখা গেছে। অনেক রাত পর্যন্ত তারা হোটেলে অবস্থান করেন।
এ প্রসঙ্গে কেটির এক ঘনিষ্ঠ বন্ধু জানান, কেটি-আলেকজান্ডার দুজনই নিঃসঙ্গ। তাই তারা পরস্পরের সঙ্গ দারুণ উপভোগ করছেন। সূত্রটি আরো জানিয়েছে, সায়েন্স ফিকশনধর্মী 'দ্য গিভার' ছবিটি ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে। অচিরেই ছবির প্রচারণার কাজে সামনে আরো ঘন ঘন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে যাচ্ছেন তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের এপ্রিলে টম ক্রুজের জীবনে আসেন কেটি। এক বছর বাদে ২০০৬ সালের এপ্রিলে কন্যা সুরির জন্ম দেন কেটি। এর ছয় মাস পর ইতালিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেটিকে বিয়ে করেন ক্রুজ। স্বামী-সন্তানকে নিয়ে সুখেই সংসার করছিলেন। কিন্তু ২০১২ সালে বিচ্ছেদের আবেদন করে সবাইকে চমকে দেন তিনি। ক্রুজের ৫০তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে কেটি এ কান্ড ঘটান।

সুত্র: ডেইলি মেইল

0 comments:

Post a Comment