প্রতীম ডি গুপ্তর
নতুন ছবির শ্যুটিং শুরু নভেম্বর মাসেই৷ ছবিটি হবে কিছুটা থ্রিলার ধরনের। থ্রিলার
এই ছবিটির নাম রাখা হয়েছে 'সাহেব বিবি গোলাম'৷ এই সিনেমার দুটি প্রধান চরিত্রে অভিনয় করবেন
অঞ্জন দত্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়৷ আপাতত পরিচালনা থেকে সাময়িক ছুটি নিয়ে
অঞ্জন ব্যস্ত নিজের অভিনয় নিয়ে৷
এখন তিনি ব্যস্ত
আছেন সৃজিত মুখোপাধ্যায়ের 'নির্বাক' এর শ্যুটিং নিয়ে৷ এর পরেই প্রতীমের ছবির কাজ
শুরু করবেন অঞ্জন৷ 'সাহেব বিবি গোলাম'
সিনেমাতে এই প্রথম
একসঙ্গে দেখা যাবে অঞ্জন ও স্বস্তিকাকে৷
'পাঁচ অধ্যায়'-এর পর প্রতীমের দ্বিতীয় ছবি এটি৷ থ্রিলার ছবি 'সাহেব বিবি গোলাম' এর কাহিনি লিখেছেন পরিচালক নিজেই৷ 'সাহেব বিবি গোলাম' এ অঞ্জন দত্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও
অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্র৷
0 comments:
Post a Comment