<---শুটিংয়ে ফাঁকে নিজের শিক্ষিকার বেশে ছবি পোস্ট করলেন তিনি. গোলাপি ও কালো সিফন শাড়িতে আবার সেই সুন্দরী, সেক্সি শিক্ষিকার লুক. যদিও বলা হচ্ছে এই ছবিতে একেবারেই গ্ল্যামারবর্জিত চরিত্রে সানি, ছবি কি সেই কথা বলছে?
ছিন্নপত্র-৩০।
-
*মোঃ জসিম উদ্দিন*
একদিন অবলীলায় মাথা পেতে দেবো
তোমার ভালবাসার গিলোটিনে,
নিথর দেহ, সরব রক্তস্রোতে
সিক্ত হবে তোমার বানে!
একদিন জানবে লোকে,
প্রেমিক, পুরুষ হয়,...
9 years ago
0 comments:
Post a Comment