বিয়ে তো হল, এবার আর দেরি
করতে চান না রানি মুখার্জি। হিন্দি সিনেমার এই অভিনেত্রী বলছেন শিগগিরই মা হতে চান
তিনি।
‘ইয়াশ রাজ ফিল্মস’-এর কর্ণধার
আদিত্য চোপড়ার স্ত্রী হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, হয়ত হিন্দি
সিনেমার সবচেয়ে বড় এই প্রযোজনা সংস্থার কর্ত্রী হয়ে বসবেন রানি। কিন্তু রানির সাফ
কথা, সংসারের কর্ত্রী হওয়াই এখন তার একমাত্র ইচ্ছা।
ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, এক সাক্ষাৎকারে সম্প্রতি রানি জানিয়েছেন
সিনেমা তৈরি কিংবা প্রযোজনার ভার থাকুক স্বামীর হাতেই, তিনি সন্তানের ব্যাপারে মনোযোগ দিতে চান।
রানি আরও জানান, পারিবারিক কোনো
চাপের কারণে নয়, নিজের ইচ্ছাতেই মা হতে চান তিনি।
এ বছরের ২১ এপ্রিল ইতালির এক গ্রামে বেশ গোপনীয়তার বিয়ের
কাজটি সারেন আদিত্য চোপড়া আর রানি মুখার্জি। গণমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন চলেছে
প্রায় পাঁচ বছর ধরে, যদিও সম্প্রতি
রানি জানান, তিন বছর প্রেমের পর হয়েছে এই বিয়ে।
আদিত্যর প্রথম বিয়েবিচ্ছেদে তার কোনো হাত নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন তিনি।
গত তিন বছর ধরেই সিনেমায় অভিনয় করা কমিয়ে দিয়েছেন রানি।
বিয়ের পর এখন সংসারই সবচেয়ে গুরুত্বপূর্ণ-- এমনটাই বলছেন এই তারকা।
২২ অগাস্ট মুক্তি পাচ্ছে রানি অভিনীত সিনেমা ‘মারদানি’।
0 comments:
Post a Comment