বলিউডের নতুন
প্রজন্মের ফ্যাশন ডিভা মানা হয় তাকে। বরাবরই স্টাইলিশ পোষাক এবং ট্রেন্ডি লুকের
জন্য সমাদৃত এই কাপুর কন্যা। সোনম কাপুর যা পরেন সেটাই যেন ট্রেন্ড বনে যায়। আর
প্রতিবারের মতো এবারো ভারতের নামকরা ডিজাইনার রাহুল মিশ্রার ফ্যাশন শোতে উপস্থিত
হন এই তারকা।
ট্র্যাডিশনাল
শাড়ি এবং ব্যাকলেস ব্লাউজে সবার নজর কাড়লেও। তবে মিষ্টি গোলাপি রঙের শাড়ির সাথে
পুতির কাজ করা ব্যাকলেস ব্লাউজে ঘটে যায় বিপত্তি। ব্লাউজ দেখতে দারুন লাগলেও
সোনামের কালচে পিঠ দেখে যেন সবার চোখ কপালে।
ছবিতে দেখুন, বলিউডের আরেক অভিনেত্রী কাল্কি কোচলিনের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন সোনাম
কাপুর। আর তখনই সাংবাদিকের চোখ পড়ে যায় সোনামের দিকে। ব্যস আরও একবার খবরে পরিণত
হলেন এই সুন্দরী অভিনেত্রী।
সঙ্গীত
শিল্পী সোনা মহাপাত্রার সাথে সোনাম কাপুরের আরও দুটি ছবি দেখুন। প্রশ্নটা
হচ্ছে, পিঠে এমন কালচে দাগ নিয়ে ব্যাকলেস পোশাক পরার দরকারটা কী ছিল তার?
0 comments:
Post a Comment