বিপাশা বসুর মতো
অনেক বাঙালিই বলিউডে প্রবেশের পর আগুন জ্বালিয়েছেন পুরুষের মনে। তবে এবার সেই
তালিকায় অপর এক বাঙালি ললনার নাম যোগ হতে যাচ্ছে। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর
প্রোমিতা বণিক এবার বলিউডে পা রাখার জন্য একেবারেই তৈরি।
নিজেকে প্রমাণ
করতে হট ফটোশুটও করিয়েছেন তিনি। প্রোমিতার এই ছবিগুলি এতটাই আকর্ষনীয়, যা দেখে বোঝাই যাচ্ছে ছবিতে অন্তরঙ্গদৃশ্যে অভিনয় করতে তার কোন আপত্তি নেই।
ইতিমধ্যে বাংলা ধারাবাহিকেও কাজ করেছেন প্রোমিতা। তবে ডেইলিসোপের পর এবার তিনি এমন
কিছু করতে চান যাতে অনেক বেশি কিছু শেখা যায়।
বলিউডে এখন
যৌনতার ছোঁয়া চারদিকে। তাই এই ফটোশুট যে পরিচালক প্রযোজককে আকর্ষণ করবে সেটা
বোঝাই যাচ্ছে। যদিও নিজের ফেসবুক অ্যাকাউন্টেও ছবিগুলি আপলোড করেছেন তিনি। তবে
এবার এটাই দেখার বলিউডে নতুন কি জাদু দেখাতে পারেন প্রোমিতা।
0 comments:
Post a Comment