২০১২ সালে ওভারি
ক্যান্সারে আক্রান্ত হন মনীষা। এরপর টানা এক বছর মরণঘাতী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ
করে অবশেষে পুরোপুরি সুস্থ হন তিনি। ক্যান্সারজয়ী নেপালি বংশোদ্ভূত অভিনেত্রী
মনীষা কৈরালা 'সিতারে' নামক ছবির
মাধ্যমে পুনরায় বলিউডে ফিরতে যাচ্ছেন।
মনীষা এখন ছবির
চিত্রনাট্য পড়ছেন বলে জানা গেছে। অভিনয়শিল্পীদের জীবনী নিয়েই এ ছবির চিত্রনাট্য
তৈরি হয়েছে। এতে বলিউডের গ্লামারস জগতের অনেক অজানা তথ্য তুলে ধরা হবে। ছবিটিতে
মনীষা একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ৪৩
বছর বয়সী মনীষা বলেন, 'আমি দীর্ঘদিন পর এ ছবির মাধ্যমে বলিউডে ফিরতে
যাচ্ছি। তাই ছবিটিতে নিজেকে নতুনরূপে উপস্থাপন করতে চাই। যা দেখে দর্শকরা সত্যিই
মুগ্ধ হবেন।'
সূত্রটি আরো
জানিয়েছে, মনীষা দীর্ঘদিন পর নিজের সৌন্দর্য ঝালাই করে
নিতে পুনরায় শরীরচর্চা শুরু করেছেন। খাদ্যাভাসেও ব্যাপক পরিবর্তন এনেছেন তিনি।
তাছাড়া নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন। চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে
বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালে রামগোপাল ভার্মার 'ভূত রিটার্নস' ছবিতে তাকে
শেষবারের মতো দেখা গিয়েছিল।
0 comments:
Post a Comment