
মনীষা এখন ছবির
চিত্রনাট্য পড়ছেন বলে জানা গেছে। অভিনয়শিল্পীদের জীবনী নিয়েই এ ছবির চিত্রনাট্য
তৈরি হয়েছে। এতে বলিউডের গ্লামারস জগতের অনেক অজানা তথ্য তুলে ধরা হবে। ছবিটিতে
মনীষা একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ৪৩
বছর বয়সী মনীষা বলেন, 'আমি দীর্ঘদিন পর এ ছবির মাধ্যমে বলিউডে ফিরতে
যাচ্ছি। তাই ছবিটিতে নিজেকে নতুনরূপে উপস্থাপন করতে চাই। যা দেখে দর্শকরা সত্যিই
মুগ্ধ হবেন।'

উল্লেখ্য, ২০১২ সালে রামগোপাল ভার্মার 'ভূত রিটার্নস' ছবিতে তাকে
শেষবারের মতো দেখা গিয়েছিল।
0 comments:
Post a Comment