সম্প্রতি প্রীতিশ
নন্দীর একটি ট্যুইট কেউ -ই সেভাবে আমল দেননি৷ ট্যুইটে আলিয়া ভাটের প্রশংসা করেছেন
লেখক৷ সেই সঙ্গে তার বাবা-মায়ের প্রেমের শুরুর সাক্ষী যে তিনি, সে কথাও জানিয়েছেন৷ আপাত নিরীহ এই ট্যুইটের
পিছনে কিন্তু রয়েছে অন্য এক গল্পও৷ প্রীতিশ ট্যুইট-এ বলেছেন, আলিয়ার সাফল্যে তিনি খুশি৷ আরও খুশি এই কারণে
যে, মহেশ ভাট এবং সোনি
রাজদানের যে প্রেমের অতিথি আলিয়া, সেই প্রেম নন্দীর
ফ্ল্যাটেই এক সময় জমে উঠেছিল৷ কুঁড়ি থেকে সেই প্রেমকে আস্ত একটা ঝলমলে ফুল হয়ে
উঠতে প্রথম দেখেছিলেন প্রীতিশই৷
কিন্ত্ত এর
পিছনেই রয়েছে সম্পর্কের জটিলতার প্রশ্নটি৷ যে সময় সোনি রাজদান এবং মহেশ ভাটের
প্রেমটি হচ্ছে, তখন দু’জনেই ছিলেন বিবাহিত৷ বিবাহ-বহির্ভূত সম্পর্ক
বলে, পরকীয়া৷
কেউ-ই তখন তাদের
বিশেষ সাহায্য করত না৷ কোনো বন্ধুই নাকি পাশে ছিলেন না৷ সকলেই তাদের বিরুদ্ধে
অভিযোগ করতেন, তারা নিজেদের সঙ্গীদের
ঠকাচ্ছেন৷ ব্যক্তিগত সময় কাটানোর জন্য কোনো জায়গাই তারা পেতেন না৷ কিন্ত্ত প্রীতিশ
সেই সময় তাদের পাশে ছিলেন৷
প্রসঙ্গত প্রীতিশ
নন্দী তখন ছিলেন একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক৷ দক্ষিণ মুম্বাইয়ের ওয়ালকেশ্বরে
একটি ফ্ল্যাটে থাকতেন তিনি৷ সেই ফ্ল্যাটে প্রায় প্রতিদিনই দুপুরবেলার অতিথি ছিলেন
মহেশ আর সোনি৷
প্রীতিশের এই
মন্তব্য প্রসঙ্গে মহেশ ভাটকে জিজ্ঞেস করা হলে, তিনিও প্রীতিশের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা
জানান। ‘তখন সমাজ এই সব
বিষয়ে আরও বেশি রক্ষণশীল ছিল৷ বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছে, এমন দুই ব্যক্তিকে কেউ-ই নিজে থেকে আপ্যায়ন
করতে চাইত না৷ প্রীতিশ একেবারেই তা করেননি৷ উনি আমাদের দু’জনকে একসঙ্গে অনেকটা সময় কাটাতে দিতেন৷ আমি
এখনও ওর প্রতি কৃতজ্ঞ৷ উনিই সেই ব্যক্তি যিনি বুঝতে পেরেছিলেন, আমাদের মধ্যে সত্যিকারের একটা প্রেম জন্ম
নিচ্ছে৷’
মহেশ ভাটের
সম্পর্কে যারা জানেন, তাদের অনেকেরই
মনে আছে, ছাত্রজীবনে লোরেন
ব্রাইটের সঙ্গে তার সম্পর্ক হয়৷ যে সম্পর্ক পরে বিবাহের রূপ নেয়৷ বিয়ের পর লোরেন
কিরণ নাম নেন৷ তাদের দুই সন্তান রাহুল ভাট এবং পূজা ভাট৷ এর পরে মহেশ অভিনেত্রী
সোনি রাজদানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন৷ সোনির বাবা তাকে জিজ্ঞেস
করেছিলেন, কীভাবে মহেশ বিয়ে
এবং প্রেমটি সামলাবেন৷ কয়েক জন বন্ধুর পরামর্শে মহেশ শেষ পর্যন্ত ধর্মান্তরিত হয়ে
মুসলমান হন৷ এতে দ্বিতীয় বিয়েতে বাধা থাকে না৷ এরপর তিনি সোনিকেও বিয়ে করেন৷ যদিও
ধর্মবিশ্বাস প্রসঙ্গে বলতে গিয়ে মহেশ নিজেকে নাস্তিক বলেই পরিচয় দেন৷ মহেশ এবং
সোনিরও দুই সন্তান আলিয়া এবং শাহিন৷- ওয়েবসাইট
0 comments:
Post a Comment