তার রূপের জালে
বাঁধা পড়েছে হাজারো পুরুষের হৃদয়। আকর্ষণীয় ফিগার আর রূপের মোহনীয়তায় শ্রীলঙ্কান
এই সুন্দরী এখন পুরোপুরি বলিউডের রাজকুমারিতে পরিণত হয়েছেন। কেননা এই রূপসী
নায়িকার রূপের জালে হাজারো সাধারণ পুরুষের মতোই আটকে গেছেন সালমান। সম্প্রতি একটি
সিনেমায় একসাথে কাজ করার সুবাদে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে তাদের।তবে আজ এই
অভিনেত্রীর প্রেমের কাহিনী নিয়ে নয় বরং ক্যামেরার সামনে তার মোহনীয় উপস্থাপন নিয়ে
হাজির হয়েছি।
এই তারকা বলিউডে
তিনি পা রাখেন আলাদিন সিনেমাটির মধ্য দিয়ে। আর প্রথম সিনেমাটি তেমন ব্যবসফল না
হলেও শ্রীলঙ্কান এই সুন্দরী নজর কাড়তে পেরেছিলেন দর্শকের। আর সেই সুবাদে
ফিল্মফেয়ার ম্যাগাজিনের এবছরের মে মাসের সংখ্যাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছেন
রূপের মহিমা ছড়িয়ে। চলুন তবে দেখে নেয়া যাক ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে
আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজকে।
লাল রংয়ের গাউনে
অপূর্ব জ্যাকুলিন
লাল রংয়ের গাউনে
আরো একটি আকর্ষণীয় পোজে শ্রীলঙ্কান বিউটি
ফিল্মফেয়ার
ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজ
দারুণ আকর্ষণীয়
আবেদনময়ী জ্যাকুলিন
মিষ্টি কমলা রংয়ে
অপরুপা তিনি
0 comments:
Post a Comment