১০ জুলাই শুরু
হয়েছে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (এলআইএফএফ) পঞ্চম আসর। উপমহাদেশের মুক্ত
চলচ্চিত্র নির্মাতাদের ছবি নিয়ে এর আয়োজন করা হয়েছে। এতে ১৪ জুলাই দেখানো হবে
বাংলাদেশি ছবি ‘সংগ্রাম’।
এ উপলক্ষে উৎসবে
অংশ নিচ্ছেন রুহী। ‘সংগ্রাম’-এ আশা চরিত্রে
অভিনয় করেছেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী পরিচালিত এ
ছবিতে করিম চরিত্রে আমান ও বৃদ্ধ করিম চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেতা অনুপম
খেরকে।
উৎসবের উদ্বোধনী
দিনে লালগালিচায় হেঁটেছেন রুহী ও মনসুর আলী। সেখানে ভারতের খ্যাতিমান পরিচালক ও
চিত্রগ্রাহক সন্তোষ সিবানের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়েছেন তারা। শাহরুখ খান ও
কারিনা কাপুরের ‘অশোকা’, নন্দিতা দাসের ‘বিফোর দ্য রেইনস’সহ বেশ কিছু ছবি পরিচালনা করেছেন সন্তোষ।
কয়েকদিন
আগে বিবিসি রেডিওতে ‘সংগ্রাম’ ও লন্ডন উৎসবে এর অংশগ্রহণ নিয়ে কথা বলেন
রুহী ও মনুসর আলি।
0 comments:
Post a Comment