ভিরাট আর আনুশকা বেশ সুন্দর সময় কাটাচ্ছেন

By | 2:08 AM Leave a Comment
ইংল্যান্ডে ব্যাটে রান একদম পাচ্ছেন না তো কী, ভিরাট কোহলি বেশ আছেন। লন্ডনের রাস্তায় ভিরাট কোহলির সঙ্গে দেখা গেল বলিউডের নায়িকা আনুশকা শর্মাকে। কোহলির সঙ্গে হাসতে হাসতে শপিং করতে যাওয়া আনুশকা পড়েছিলেন সাদা কালো রঙের স্কার্ট।

এমনও শোনা যাচ্ছে লন্ডনের এক শপিং মল থেকে প্রেমিকাকে সবচেয়ে দামি স্মার্টফোন কিনে দিয়েছেন কোহলি। লন্ডনের এক ওয়েবসাইটের খবর অনুযায়ী ভিরাট আর আনুশকা বেশ সুন্দর সময় কাটাচ্ছেন ইংল্যান্ডে।


লর্ডসে খেলতে ভারতীয় দল যে হোটেল উঠেছে, সেই একই হোটেলে উঠেছেন আনুশকাও। লর্ডস টেস্টের প্রথম দিনে ভিরাট কোহলির ব্যাটিংয়ের সময় আনুশকাকেও মাঠে বসে হাততালি দিতেও দেখা গেছে। বিসিসিআই আগেই ভিরাটকে ইংল্যান্ড সফরে আনুশকার সঙ্গে সময় কাটাতে অনুমতি দিয়েছে।

0 comments:

Post a Comment