বলিউডের অভিনেতা
শাহরুখ খান ও সালমান খানের সম্পর্ক মাঝখানে ভালো ছিল না। তবে সে অবস্থা কেটে গেছে
বলেই মনে করা হচ্ছে। তার প্রমাণ দেখা গেল সম্প্রতি একটি ইফতার পার্টিতে তাদের
দুজনের কোলাকুলি করার মধ্য দিয়ে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
Bollywood
সম্প্রতি
মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে এমএলএ বাবা সিদ্দিকির বার্ষিক ইফতার
পার্টির আয়োজন করা হয়। তাতে আমন্ত্রিত ছিলেন শাহরুখ ও সালমান। ইফতার পার্টিতে
শাহরুখ খান প্রথমে আসেন। তার আগমনের ২০ মিনিট পর আসেন সালমান খান। সেখানে বাবা
সিদ্দিকি সালমানকে অনুষ্ঠানের বিভিন্ন আমন্ত্রিতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সালমান
সেখানে শাহরুখ খানের টেবিলের কাছে যাওয়ার পর তারা একে অন্যকে অভিনন্দন জানান। এ
সময় তারা হাত মিলান এবং একে অন্যের সঙ্গে কোলাকুলিও করেন।
Bollywood


Chittagong
0 comments:
Post a Comment