'হেট স্টোরি টু ' সিনেমার প্রচারে না করলেন কপিল শর্মা

By | 11:26 PM Leave a Comment
নিজের রিয়েলিটি শোর মাধ্যমে হেট স্টোরি টুএর প্রচার নাকচ করে দিলেন কমেডিয়ান কাপিল শর্মা। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জান গিয়েছে যে, কাপিল শর্মা প্রাপ্তবয়স্ক অর্থাৎ সার্টিফিকেট প্রাপ্ত সিনেমার প্রচার করতে দিতে চাননা নিজের জনপ্রিয় টিভি শো কমেডি নাইটস উইথ কাপিলএর মাধ্যমে।

গত বছর সানি লিওন অভিনীত জ্যাকপটসিনেমাটির প্রচারের ক্ষেত্রেও না করে দেন কাপিল শর্মা। সেক্সনিয়ে খুব বেশি আলোচনা করতে তিনি একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাই এই শোটির মাধ্যমে কোনভাবেই যৌনতায় ভরা সিনেমার প্রচার করাতে তিনি রাজী নন।

এছাড়াও এই শোটি খুব জনপ্রিয় ফ্যামিলিশো তাই কোন এমন কিছু বিষয় কাপিল তার শো এর মাধ্যমে দেখাতে চান না যাতে সমগ্র পরিবার মিলে শোটি না দেখতে পারেন। এই কারণে টেলিভিশন অভিনেতা জয় ভানুশালী এবং সুরভিন চাওলা অভিনীত হেট স্টোরি টুসিনেমার প্রচারের জন্য কমেডি নাইটস উইথ কাপিলের মঞ্চ ছেড়ে দিতে না করে দিয়েছেন কাপিল শর্মা।


তবে এই প্রসঙ্গে প্রশ্ন উঠেছে যে সানি লিওন অভিনীত রাগিণী এমএমএস টুসিনেমাটি এই শোর মাধ্যমে কেন প্রচার করতে দিয়েছিলেন। যদিও এই কোন বিষয়ে কাপিল শর্মা এখনও কোন মন্তব্য করতে চাননি।

0 comments:

Post a Comment