আবার মন মাতালেন রূপের দেবী

By | 1:52 AM Leave a Comment
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি উইকে বলিউডের সাবেক গ্ল্যামার গার্ল শ্রীদেবী আবার মন মাতালেন দর্শকদের। তার সোনালি লেহেঙ্কা ও চোলিতে র‍্যাম্পে তখন রাজকীয় বিচ্ছুরণ ঘটছে।


'ব্রাইডস' নামের গোলেচা জুয়েলস শো-র শোস্টপার ছিলেন শ্রীদেবী। ৫০ বছরের অভিনেত্রীর গলায় ছিল হীরের রাণী হার, চৌকো পেনডেন্ট। সঙ্গে ম্যাচিং কানের দুল, ব্রেসলেট ও আংটি। সবমিলিয়ে সৌন্দর্যের দেবী শ্রীদেবী নজর কাড়লেন উপস্থিত সবার।

0 comments:

Post a Comment