সোনমের মুকুটে
নতুন পালক। এথান হকে, মনিকা বেলুচি, কার্ল লাজেরফিল্ড, ইভা লঞ্জোরিয়া, অভরিল ল্যাভিজনে, ভিন ডিজেল
প্রমুখের সঙ্গে যুক্ত হল তাঁর নাম।
বলিউডে আসর জমাতে না পারলেও আন্তর্জাতিক ফ্যাশন
ও বিনোদন দুনিয়ার নক্ষত্রদের সঙ্গে দিব্যি জায়গা করে নিয়েছেন সোনম কাপুর।
সম্প্রতি
আন্তর্জাতিকখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন 'হংকং' কভারে এসেছেন সোনম এবং সেটাও প্রথম ভারতীয় হিসাবে। সেই কভারের থিম হল 'বলিউড রয়ালটি'জ নিউ সেক্সি'।
ম্যাগাজিনের
সম্পাদক জন ওয়াল বলেছেন, "সোনম শুধু একজন কভারের মডেল হিসাবে
ফটোগ্রাফারদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তা নয়। তিনি একজন বুমিতী, মেধাবী, গভীর ভাবনাসমৃদ্ধ নারী।"
সূত্র : সংবাদ
প্রতিদিন
0 comments:
Post a Comment