তাঁর বয়স কত সেটা
জানার কোনো প্রয়োজন নেই। আর থাকবেই বা কেন? ক্রমশ যেন আগের চাইতেও রূপসী ও আবেদনময়ী হয়ে উঠছেন
তিনি। কি, বিশ্বাস হচ্ছে
না? তাহলে দেখুন মাধুরী
দীক্ষিতের নতুন এক ঝাঁক ছবি। এগুলো দেখার পর আপনি স্বীকার
করতে বাধ্য হবেন যে, আসলেই তিনি
মাধুরী দীক্ষিত।
বর্তমানের যে কোনো নায়িকার চাইতেও অধিক আকর্ষণীয় তিনি আজও।আসুন, দেখি মাধুরীর সেই দারুণ ছবিগুলো।
এমন ভুবনজয়ী হাসি
আছে কি আর অন্য কারো?
সাম্প্রতিক
ফোটোশুট ও শুটিং এর ফাঁকে তোলা ছবি।
ঝালাক দিখলা যা অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
ঝালাক দিখলা যা
অনুষ্ঠানের কিছু মুহূর্ত।
একই অনুষ্ঠানের
আরেকটি এপিসোড
ফেসবুক পেজে
প্রকাশিত কয়েকটি ছবি। জেনে রাখুন, এটি কিন্তু মাধুরী দীক্ষিতের একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ।
আবারও ঝালাক
দিখলা যা।
গহনার বিজ্ঞাপনে
ঝালাক দিখলা যা অনুষ্ঠানের কিছু মুহূর্ত
0 comments:
Post a Comment