লাস্যময়ী সানি লিওনের মিষ্টি কিছু সেলফি

By | 11:47 PM Leave a Comment
বলিউডের সবচাইতে আলোচিত কিছু নামের মধ্যে অন্যতম হলো সানি লিওন। সানি লিওনকে ঘিরে তার ভক্ত ও সমালোচকদের যেন আগ্রহের শেষ নেই। জিসম টুসিনেমা দিয়ে নিষিদ্ধ জগত থেকে বলিউডের ঝলমলে জগতে পা রেখেছেন সুন্দরী এই ইন্দো কানাডিয়ান অভিনেত্রী। এরপর থেকে একের পর এক খবর তৈরি করে করছেন এই বিতর্কিত অভিনেত্রী।
ফেসবুকেও তুমুল জনপ্রিয়তা লাভ করেছে সানি লিওনের পেজটি। ভক্তদেরকে নানান আপডেট জানিয়ে এবং নিজের মনকাড়া ছবি আপলোড করে বেশ জমজমাট করে রেখেছেন তিনি পেজটি। আর তারই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি বেশ কিছু সেলফিআপলোড করেছেন পেজটি। এর আগেও একবার কিছু সেলফিআপলোড করেছিলেন তিনি। কিন্তু এবারের গুলো একেবারেই ভিন্ন ধরণের মিষ্টি কিছু সেলফি। ছবিতে দেখুন সানি লিওনের একগুচ্ছ সেলফি।

















খুব সাদামাটা সাজে ছিমছাম স্নিগ্ধ সানি লিওনের দুটি নজরকাড়া 'সেলফি'
রেস্তোরাঁয় হোক কিংবা বারে, নিজের একটি সেলফি তুলতে কখনই ভোলেন না স্টাইলিশ সানি লিওন।
কোথাও ঘুরতে গেলেও 'সেলফি' তুলে ফেলতে ভোলেন না সানি লিওন। এটা তেমনই একটি ঐতিহ্যবাহীস্থানে ঘুরতে গিয়ে তোলা সেলফি।
এক সাইডে হালকা কাজ করা কালো টপস পরে গাড়িতে নিজের 'সেলফি' তুলেছেন সানি। 

0 comments:

Post a Comment