
ফেসবুকেও তুমুল
জনপ্রিয়তা লাভ করেছে সানি লিওনের পেজটি। ভক্তদেরকে নানান আপডেট জানিয়ে এবং নিজের
মনকাড়া ছবি আপলোড করে বেশ জমজমাট করে রেখেছেন তিনি পেজটি। আর তারই ধারাবাহিকতায়
তিনি সম্প্রতি বেশ কিছু ‘সেলফি’ আপলোড করেছেন
পেজটি। এর আগেও একবার কিছু ‘সেলফি’ আপলোড করেছিলেন
তিনি। কিন্তু এবারের গুলো একেবারেই ভিন্ন ধরণের মিষ্টি কিছু সেলফি। ছবিতে দেখুন
সানি লিওনের একগুচ্ছ সেলফি।
খুব সাদামাটা
সাজে ছিমছাম স্নিগ্ধ সানি লিওনের দুটি নজরকাড়া 'সেলফি'।
রেস্তোরাঁয় হোক
কিংবা বারে, নিজের একটি সেলফি তুলতে কখনই ভোলেন না স্টাইলিশ
সানি লিওন।
কোথাও ঘুরতে
গেলেও 'সেলফি' তুলে ফেলতে ভোলেন
না সানি লিওন। এটা তেমনই একটি ঐতিহ্যবাহীস্থানে ঘুরতে গিয়ে তোলা সেলফি।
এক সাইডে হালকা
কাজ করা কালো টপস পরে গাড়িতে নিজের 'সেলফি' তুলেছেন সানি।
0 comments:
Post a Comment