ছবির দুনিয়া
মাতানোর পর সানি লিওনে এবার পা রাখবেন ফ্যাশনের দুনিয়াতে। সদ্য একটি জুয়েলারী
ব্যান্ডের শো স্টপার হয়ে কাজ করবেন সানি লিওন। সুমিত সাহনির জুয়েলারী ব্র্যান্ড ‘অপালা’র জুয়েলারীর জন্য শো স্টপার হবেন সানি।
‘ইন্ডিয়া ইন্টারন্যাশানাল জুয়েলারী উইক’ অনুষ্ঠানে জুয়েলারী ব্র্যান্ডটির নতুন কালেকশান ‘দ্য রয়্যাল ট্রাইব’ পড়ে আদিবাসী রাণী এইধরনের একটা নতুন লুকে র্যাম্পে হাঁটবেন বলিউডের ‘বেবিডল’। এই র্যাম্প শো’টি নিয়ে সানি খুব উত্তেজিত, তিনি জানান, ‘ আমি প্রথম এইধরনের একটা নতুন লুকে এত মানুষের সামনে এসেছি। আমার জন্য এটা সম্পূর্ণ অন্যধরনের একটা অভিজ্ঞতা।’ ‘অপালা’ কথাটির সংস্কৃতে অর্থ হল সবথেকে সুন্দর। এই ব্র্যান্ডের নতুন কালেকশন এর গয়নাগুলি প্রায় সমস্তই ২২ ক্যারাটের সোনা দিয়ে তৈরি যা ঐতিহ্য এবং রয়্যালিটিকে প্রদর্শন করে। জুয়েলারী ব্র্যান্ডের প্রধান সুমিত জানান যে তাঁরা এই নতুন কালেকশনটি নিয়ে খুবই উচ্ছসিত এবং ক্রেতাদের কাছে এই কালেকশনটি পছন্দের করে তোলার জন্য ওনারা সানিকে শো স্টপার করছেন।
Bollywood
‘ইন্ডিয়া ইন্টারন্যাশানাল জুয়েলারী উইক’ অনুষ্ঠানে জুয়েলারী ব্র্যান্ডটির নতুন কালেকশান ‘দ্য রয়্যাল ট্রাইব’ পড়ে আদিবাসী রাণী এইধরনের একটা নতুন লুকে র্যাম্পে হাঁটবেন বলিউডের ‘বেবিডল’। এই র্যাম্প শো’টি নিয়ে সানি খুব উত্তেজিত, তিনি জানান, ‘ আমি প্রথম এইধরনের একটা নতুন লুকে এত মানুষের সামনে এসেছি। আমার জন্য এটা সম্পূর্ণ অন্যধরনের একটা অভিজ্ঞতা।’ ‘অপালা’ কথাটির সংস্কৃতে অর্থ হল সবথেকে সুন্দর। এই ব্র্যান্ডের নতুন কালেকশন এর গয়নাগুলি প্রায় সমস্তই ২২ ক্যারাটের সোনা দিয়ে তৈরি যা ঐতিহ্য এবং রয়্যালিটিকে প্রদর্শন করে। জুয়েলারী ব্র্যান্ডের প্রধান সুমিত জানান যে তাঁরা এই নতুন কালেকশনটি নিয়ে খুবই উচ্ছসিত এবং ক্রেতাদের কাছে এই কালেকশনটি পছন্দের করে তোলার জন্য ওনারা সানিকে শো স্টপার করছেন।
0 comments:
Post a Comment