সঙ্গীতশিল্পী-
অভিনেত্রী সেলেনা গোমেজ মায়ামি বিচে ‘স্প্রিং ব্রেকারস’ পরিচালক হারমনি করিনের সাথে বিকেলের হাওয়া খেতেই বের হয়েছিলেন। সব কিছুই
ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান থেকে বাদ সাধল সেলেনা গোমেজের কালো রংয়ের প্লে-স্যুটটি।
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সেলেনার। সাবেক প্রেমিক জাস্টিনের সাথে সম্পর্ক
বিচ্ছেদের পর নাম জড়াচ্ছে এই তারকার। তবে আরো একবার নিজের খামখেয়ালিপনারই প্রমাণ
দিলেন এই তারকা।
সঙ্গীতশিল্পী-
অভিনেত্রী সেলেনা গোমেজ সম্প্রতি তার জামার চেইন লাগাতে ভুলে যান। এবং এই
অবস্থাতেই বেড়িয়ে পড়েন পরিচালকের সাথে এবং স্বভাবতই ধরা পরে যান ভক্তদের চোখে।
ছবিতে দেখুন হারমনি করিনের সাথে সেলেনা ব্যস্ত সেলফি তোলায়।
কিন্তু এই দিনেই নিজের
জামার চেইনটি লাগতে ভুলে যান তিনি। এখন পশ্চিমা সংবাদমাধ্যমের ধারণা, সেলেনা এইসব কাজ ইচ্ছা করে করেন।
কেন?
কেন আবার!
মিডিয়ার মনযোগ পাওয়ার জন্য। নতুবা পরিচালকের সাথে ঘুরতে যাওয়া, ঢাকঢোল পিটিয়ে সেটা পৃথিবীকে জানানো, আবার জামার চেইন
খোলা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়া... এই সবকিছু একইদিনে ঘটবে কেন?
0 comments:
Post a Comment