হলিউড
অভিনেত্রী কেটি হোমসকে সচরাচর শালীন পোশাকেই দেখা যায়। কিন্তু সম্প্রতি ‘গ্লামার’ ম্যাগাজিনের জন্য খোলস ছেড়ে বেরুলেন তিনি। ম্যাগাজিনটির জন্য ক্যামেরার
সামনে অর্ধনগ্ন হয়ে বেশ কিছু ছবিতে পোজ দিয়েছেন এই অভিনেত্রী।
পরনে ছিল শুধু
লো রাইজ জিন্স, আবেদনময়ী
ভঙ্গি আর ঠোঁটের কোনে এক চিলতে হাসি। ২০১২ সালে টম ক্রুজের সাথে বিবাহ বিচ্ছেদের
পর থেকেই নিজেকে আবেদনময়ী প্রমানিত করতে উঠে-পড়ে লেগেছেন তিনি।
টপলেস হয়েছেন
বহুবার কিন্তু অনেকের মতে, বিচ্ছেদের পর
টমের মনে হিংসা জাগাতেই নাকি কেটি বারবার টপলেস বেশে হাজির হচ্ছেন।
এ বিষয়ে কেটির
বক্তব্য,‘আমি জিনস পরতে খুব পছন্দ করি আর এমন
প্রস্তাব পেয়ে তাই লুফে নিয়েছি।’ তবে শুধু মনের
সাধ মেটাতে নাকি মনের ঝাল মেটাতে এই অবতার সেকথা জানাননি তিনি।
0 comments:
Post a Comment