বিয়ের পর যেন আরো আবেদনময়ী হয়ে উঠলেন কোয়েল

By | 11:37 PM Leave a Comment
২০১৩ সালের শুরুর দিকে পাঞ্জাবি পরিবারের বউ হয়ে যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। তবে সংসার জীবন শুরু আগেই এই অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন আর সিনেমা নয়। তবে বাবা-মা এবং স্বামী রানের বোঝানোর পর সিদ্ধান্ত পাল্টে ফেলেন তিনি। বিয়ে আনুষ্ঠানিকতার পরে পূর্ণ মনোযোগ দেন সিনেমায়।
আর সেই ধারাবাহিকতায় বিয়ের পর 'হাইওয়ে' শিরোনামের বাণিজ্যিক সিনেমাতে প্রথমবার ক্যামেরাবন্দি হয়েছেন টালিগঞ্জের দর্শকপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সিনেমাটি পরিচালনা করেছেন সুদীপ্ত চক্রবর্তী। এ সিনেমাতে কোয়েল পুরোপুরি নতুনরূপে নিজেকে উপস্থাপন করেছেন। সোমবার সিনেমাটির অফিসিয়াল ট্রেইলর ইন্টারনেটে মুক্তি পেয়েছে। ট্রেইলরটি দেখতে কোয়েলভক্তরাও হুমড়ি খেয়ে পড়েছেন। এতে তাকে আগের চেয়েও বেশি আবেদনময়ী রূপে দেখা যাচ্ছে।এ প্রসঙ্গে কোয়েল বলেন, "বিয়ের পর আমার প্রথম মুক্তিপ্রাপ্ত বাণিজ্যিক সিনেমা 'রংবাজ'। কিন্তু সিনেমাটির শুটিং বিয়ের আগেই করে রেখেছিলাম। তবে হাইওয়ের মাধ্যমে বিয়ের পরের কোয়েলকে দর্শকরা দেখতে পাবেন। সিনেমাটি দেখে দর্শকরা সহসাই বিচার করতে পারবেন আমি কতটুকু বদলেছি। আশা করি, দর্শকদের প্রত্যাশা আগের মতোই পূরণ করতে পারব।"
 জানা গেছে, সিনেমাতে কোয়েলের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে 'হেমলক সোসাইটি' সিনেমাতে প্রথম কাজ করেন তারা। এক বিবাহিত দম্পতির জীবনকে কেন্দ্র করে সিনেমাটির পটভূমি গড়ে উঠেছে। এর গল্পে একটি হাইওয়ের মাধ্যমে পরম-কোয়েলের পরিচয় হয়। এরপর প্রেম ও বিয়ের নানা নাটকীয়তার মধ্যে দিয়ে কাহিনী এগিয়ে যাবে।সূত্রটি আরো জানিয়েছে, এ সিনেমাতে গান লিখেছেন ও সুর দিয়েছেন 'বাইশে শ্রাবণ' 'অটোগ্রাফ'খ্যাত সঙ্গীত পরিচালক অনুপম রায়। সম্প্রতি সিনেমার একটি গান মুক্তি পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন তার স্বামী নিসপাল সিং রানের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
Kolkata

0 comments:

Post a Comment