‘বডিগার্ড’ ছবির পর পরিচালক কবির খানের ছবিতে ফের একবার
জুটি বাঁধতে চলেছেন সালমান খান ও কারিনা কাপুর। কবির এর আগেও সালমানের সঙ্গে ‘এক থা টাইগার’ ছবিতে কাজ
করেছেন। নতুন এই ছবির নাম ‘বজরঙ্গি ভাইজান’। সালমান খানের নিজের কোম্পানি ‘সালমান খান ভেঞ্চারস’ এই ছবিটি প্রেজেন্ট করবে। ছবিতে অবশ্য বজরঙ্গি
ভাইজানের চরিত্রেই অভিনয় করবেন দাবাং খান। কবির জানিয়েছেন আজকের যুগ নিয়েই তৈরি
হবে এই ছবি। সাধারন মানুষের গল্পই হবে ছবির মূলমন্ত্র। আগামী নভেম্বর মাসে শুধু
হতে চলেছে এই ছবির শ্যুটিং। ভারতের বিভিন্ন এলাকায় চলবে এই ছবির শ্যুটিং। আশা করা
যাচ্ছে আগামী বছর ইদেই এই ছবি রিলিজ করা হবে। বডিগার্ড ছবিতে একসঙ্গে কাজ করে বেশ
প্রশংসা কুড়িয়েছিলেন সালমান-কারিনা। ‘দাবাং ২’ ছবিতেও ‘ফ্যাভিকল’ গানের অসাধারন কেমিস্ট্রি ছিল তাদের। এবার দেখা
যাক নতুন এই ছবিতে এই জুটি নতুন কি রসায়ন তৈরি করে।
ছিন্নপত্র-৩০।
-
*মোঃ জসিম উদ্দিন*
একদিন অবলীলায় মাথা পেতে দেবো
তোমার ভালবাসার গিলোটিনে,
নিথর দেহ, সরব রক্তস্রোতে
সিক্ত হবে তোমার বানে!
একদিন জানবে লোকে,
প্রেমিক, পুরুষ হয়,...
9 years ago
0 comments:
Post a Comment