গোয়েন্দাগিরির ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পেনেলোপি

By | 10:14 PM Leave a Comment
জেমস বন্ড ধাঁচের গোয়েন্দাগিরির ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পেনেলোপি ক্রুজ। নাম গ্রিমসবি। স্প্যানিশ এই অভিনেত্রী এখানে তার সহশিল্পী সাশা ব্যারন কোহেন। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্থানে লুইস লেটরিয়ার পরিচালিত ছবিটির দৃশ্যধারন করা হবে। 
শুরুতে অন্য অভিনেত্রীর কথা ভাবা হলেও মানবতাবাদী কর্পোরেট নেত্রীর চরিত্রে পেনেলোপিকেই মনে ধরেছে নির্মাতাদের। গল্পে তাকে সাধারণ মনে হলেও তার তার হাবভাব রহস্যজনক বলে মনে হয়। সবমিলিয়ে বেশ মশলাদার একটি কাহিনী। ছবিটিতে জেমস বন্ড মার্কা চরিত্রে অভিনয় করবেন মার্ক স্ট্রং। আর সাশা কাজ করবেন ইংলিশ ফুটবলারের ভমিকায়। গ্রিমসবিমুক্তি পাবে আগামী বছরের ৩১ জুলাই।

0 comments:

Post a Comment