একত্রিশে ক্যাটরিনা

By | 1:27 AM Leave a Comment
একত্রিশে পা দিলেন ক্যাটরিনা কাইফ। ৯ বছর আগে বলিউডে পথচলা শুরু করেন তিনি। এখন তিনি নির্মাতাদের কাছে ১০০ কোটি রুপির অন্যতম বাজি।

৩০তম জন্মদিন উপলক্ষে টুইটারে ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দীপিকা পাড়ুকোন। তিনি বলেছেন, 'শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক ভালোবাসা রইলো। তোমার জীবনের সেরা বছর হোক এটা।'

সাম্প্রতিককালে রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন ক্যাটরিনা। গত সপ্তাহে প্রকাশ হয়েছে হৃতিক রোশনের সঙ্গে তার আগামী ছবি 'ব্যাং ব্যাং'-এর প্রথম পোস্টার।


কাজ করেছেন তিন খানের (সালমান, শাহরুখ ও আমির) সঙ্গেই। ফলে তার ব্লকবাস্টার ছবির সংখ্যা কম নয়। 







0 comments:

Post a Comment