অক্ষয়ের ছবির নাম পরিবর্তন

By | 11:49 PM Leave a Comment
অক্ষয় কুমার অভিনীত ছবি ইটস এন্টারটেইনমেন্টখুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির একেবারে কাছে এসে এই ছবিরই নাম বদলে রাখা হলো এন্টারটেইনমেন্ট। সাজিদ-ফারহাদ লিখেছেন এই ছবির গল্প।

ছবির প্রযোজক রমেশ তৌরানি জানিয়েছেন, "প্রথম দিন থেকেই আমরা ছবির জন্য এক অক্ষয়ের নাম খুঁজছিলাম। এন্টারটেইনমেন্ট নাম নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। অন্য একটি প্রোডাকশন হাউস এই নাম রেজিস্টার করে রেখেছিল কিন্তু শেষমেশ আমরা এটা পেয়ে গেছি। এই নাম পেয়ে আমি খুব খুশি।

ছবির সহপ্রযোজক জয়ন্তিলাল গড়া জানিয়েছেন, ‘ছবির গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। অক্ষয় কমেডির মাস্টার তাই এই ছবি সাফল্য পাবেই। ইন্টারনেইনমেন্ট শুধু ১০০ কোটি না বক্স অফিসে ২০০ কোটি টাকাও কামাতে পারে।'


এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন তামান্না ভাটিয়া, মিঠুন চক্রবর্তী, জনি লিভার, প্রকাশ রাজ, সোনু সুদ ও কৃষ্ণা।

0 comments:

Post a Comment