আগের চেয়ে অনেক আকর্ষণীয় পরিণীতি

By | 2:45 AM Leave a Comment
ফ্যাশন ম্যাগাজিন এল'অফিসিয়াল বলছে, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন আগের চেয়ে বেশি 'আকর্ষণীয় ও উপযুক্ত'আজ শনিবার এবিপি আনন্দ এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাগাজিনটির জুলাই সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছে এ অভিনেত্রীর একটি ছবি। ওই ছবির ক্যাপশনে লেখা রয়েছে- 'পরিণীতি চোপড়া আগের চেয়ে আকর্ষণীয় ও উপযুক্ত!'
পরিণীতি এখন 'দাওয়াত-ই-ইশাক' ছবিতে অভিনয় করছেন। এক টুইট বার্তায় এ খবর জানিয়ে তিনি লিখেছেন, ছবিটি ভিন্ন ধরনের।
স্বল্প সময়ে বলিউড পাড়ায় সফলতা পাওয়া অভিনেত্রীদের মধ্যে পরিণীতি অন্যতম। 'শুদ্ধ দেশি রোমান্স' 'হাসি তো ফাঁসি' পরিণীতির অন্যতম বক্স অফিসে ঝড় তোলা ছবি।




































































Bollywood

0 comments:

Post a Comment