একজন প্রিয়াংকা

By | 3:59 AM Leave a Comment
বিশ্বসুন্দরীর খেতাব, বলিউডের এক নম্বর আসন, জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মুখ, নিজের গান রিলিজ। তিরিশ পেরোতে না পেরোতেই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। গত ১৮ জুলাই ৩২ পূর্ণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া, পা রাখলেন ৩৩-এ।
এই মুহূর্তে বলিউডের সবথেকে ভার্সাটাইল অভিনেত্রী হয়তো তিনিই। অগ্নিপথ, গুন্ডের মতো একেবারেই বলিউডি মশালা ছবির পাশাপাশি ফ্যাশন, সাত খুন মাফের মতো ছবি করার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। বরফি ছবির ঝাঁকড়া চুলের অটিস্টিক ঝিলমিল বা দৃঢ়প্রত্যয়ী মেরি কমের চরিত্র, প্রিয়াঙ্কা বারবারই প্রমাণ করছেন কেন তিনিই সেরা।মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। আর এক দশক পর আজ তিনি বলিউডের দেশি গার্ল, যিনি কিনা গ্লামারাস চরিত্রের পাশাপাশি করতে জানেন দারুণ অভিনয়ও! গাইতে জানেন গান, অভিনয় করছেন হলিউডেও। আর তাই তো তিনি সকলের আদরের পিগি চপস।

0 comments:

Post a Comment