সালমানের ফার্মহাউসে ক্যাটরিনা

By | 4:35 AM Leave a Comment
কিছুদিন আগেই খবর ছিল ক্যাটরিনা কাইফ আর সালমান খান ফের জুটি বাঁধছেন ছবিতে। তবে নতুন খবর অনুযায়ী শুধু ছবিতেই নয়, রিয়েল লাইফেও ফের ডেটিংয়ে ব্যস্ত সালমান-ক্যাট। উইকএন্ডের ছুটিতে বিটাউনের সেলেবরা যেখানে উড়ে যান বিদেশে সেখানে সালমান কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে পেঁৗছে গিয়েছেন মুম্বাইয়ের পাভেল অঞ্চলের ফার্ম হাউসেই। তবে তার এই ফার্ম হাউস যাত্রা নতুন নয়। যখনই সময় পান তখনই ফার্মহাউসে উপস্থিত হন সালমান। কিছুদিন আগে সঙ্গীতা বিজলানিকে নিয়েও পেঁৗছে ছিলেন পাভেলে। আর এবার ক্যাটরিনা হলেন সল্লুর সঙ্গী। ক্যাট নাকি বেশ অফ মুডে ছিলেন সালমানের সঙ্গে এই ফার্মহাউস ট্রিপে। অন্যদিকে সালমান কাজ ছাড়া দেশের বাইরে যেতেই চান না। তিনি সুযোগ পেলেই চলে আসেন এই খামার বাড়িতে। খামার বাড়িতেই নিজের মতো করে সময় কাটান সালমান।
Bollywood 

0 comments:

Post a Comment