আপনি জানেন কি?

By | 4:42 AM Leave a Comment
অভিনেতা শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষী- এটা অনেকেই জানেন। কিন্তু জানেন কি, সোনাক্ষীর দুই যমজ ভাই আছে। লব সিনহা ও কুশ সিনহা নামের দুই ভাই তাঁর চার বছরের বড়।

অভিনয়ে আসার আগে সোনাক্ষী ছিলেন পোশাক ডিজাইনার। ২০০৫ সালে 'মেরা দিল লেকে দেখো'তে প্রথমবার ডিজাইনারের কাজ করেন। ২০০৮-০৯ সালে ল্যাকমে ফ্যাশন উইকে র‌্যাম্পেও হাঁটেন তিনি।


শারীরিক গড়নে বেশ মোটা ছিলেন সোনাক্ষী। তাঁকে বলিউডে নায়িকা করার কথা অনেকে চিন্তাই করতে পারেননি। কিন্তু সালমান খান ২০১০ সালে 'দাবাং' ছবিতে তাঁকেই নায়িকা করলেন। সে জন্য অবশ্য সোনাক্ষীকে ২০ কেজি ওজন কমাতে হয়েছিল।

0 comments:

Post a Comment