কিম কার্দাশিয়ানকে নিয়ে ভক্তের উম্মাদনা!

By | 12:22 AM Leave a Comment
মার্কিন তারকা ও মিডিয়া ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানের চেহারা তার এক নারী ভক্তের এতোই প্রিয় যে, তিনি কিমের মতো দেহ বানাতে সার্জনের স্মরণাপন্ন হয়েছেন। আর এ প্রচেষ্টায় তিনি ব্যয় করেছেন ৩০ হাজার ডলার বা প্রায় ২৪ লাখ টাকা।

যুক্তরাজ্যের সেই ২৪ বছর বয়সি নারীর নাম ক্লেয়ার লিসন। প্রিয় তারকা কিমের মতো চেহারা বানাতে তিনি স্তন সার্জারি থেকে শুরু করে চেহারায় নানা পরিবর্তন এনেছেন। এ ছাড়াও কিমের মতো গায়ের রংও বানিয়েছেন তিনি।

কিমের মতো চেহারা বানানোর জন্য তিনি প্লাস্টিক সার্জনের কাছে কিমের কিছু ছবি নিয়ে যান। এ বিষয়ে যেন কোনো গণ্ডগোল না হয় সেজন্যই তার এ প্রচেষ্টা।

কিমের মতো হতে তিনি যেসব খরচ করছেন তার একটি তালিকাও প্রকাশিত হয়েছে। এ তালিকা অনুযায়ী তার যেসব খরচ হয়েছে তার মধ্যে রয়েছে, স্তন সার্জারি ৮,৫০০ ডলার, দাঁত ৪,৩০০ ডলার, চুল ৭,৭০০ ডলার, মেক-আপ ১,৭০০ ডলার, গায়ের রং ১,৭০০ ডলার, নখ ৮৫০ ডলার ও পশ্চাতদেশের পেছনে ৬০০ ডলার।





সুত্র: ফক্স নিউজ

0 comments:

Post a Comment