‘লুটেরা’ খ্যাত সোনাক্ষী সিনহার নতুন লুক।

By | 3:13 AM Leave a Comment
দাবাংখ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা এবার বিখ্যাত র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে একটি ইন্টারন্যাশনাল গানের ভিডিওতে কাজ করবেন। একটি বিখ্যাত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হানি সিং এই গানের জন্য একটি গ্ল্যামারস ভারতীয় নারী খুঁজছিলেন। সোনাক্ষী এর আগেও হানির সঙ্গে বসছবিতে পার্টি অল নাইটগানে কাজ করেছেন। তাই হানি শেষমেশ সোনাক্ষীকেই বেছে নিয়েছেন, এই খবর আগেই জানা গিয়েছিল।

আজ মুক্তি পেল ইয়ো ইয়ো হানি সিং এর সঙ্গে ভিডিওতে কাজ করার জন্য সোনাক্ষীর নতুন লুক। এর আগে সোনাক্ষীকে এই ধরনের মডার্ন লুকে খুব কমই দেখা গেছে। সোনাক্ষী নিজে খুব উৎসাহিত নিজের এই নতুন লুক এবং ভিডিওটিতে কাজ করার বিষয় নিয়ে। আসুন দেখে নিন লুটেরাখ্যাত সোনাক্ষী সিনহার এই নতুন লুক।
আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই নতুন লুকের ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। ছবি প্রকাশের সাথে সাথেই ভক্তদের প্রশংসা বাক্যের বন্যা নেমেছে যেন। দেখুন সেই দারুণ আকর্ষণীয় ছবি দুটি, এবং জানান আপনার মতামত। কেমন লাগছে সোনাক্ষীর এই নতুন রূপ?

0 comments:

Post a Comment