ঈদে ববির দুই ছবি

By | 2:44 AM Leave a Comment
'অপু, মাহির সঙ্গে প্রতিযোগিতা আমি এনজয় করি। এমন প্রতিযোগিতা থাকা আসলেই ভালো। এতে ভালো কাজ করার একটা চাপ থাকে।' তবে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটি নিয়ে চিন্তার অন্ত নেই তার। 'ঈদে আমার অভিনীত দুটি সিনেমাই দারুণ। আমার চরিত্রগুলোও নতুন। আমার চিন্তা, দর্শক কোন চরিত্রটি বেছে নেয়। এক সিনেমার সাফল্যে অন্য সিনেমাটি মার খেয়ে গেলে আমার ভীষণ খারাপ লাগবে।' ববি অভিনীত সিনেমা দুটির নাম 'হিরো-দ্য সুপারস্টার' এবং 'আই ডোন্ট কেয়ার'
'হিরো-দ্য সুপারস্টার' এর পরিচালক বদিউল আলম খোকন। শাকিব-ববি জুটির তৃতীয় সিনেমাটিতে শাকিব দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। মোহাম্মদ হোসেনের 'আই ডোন্ট কেয়ার' সিনেমাতে ববির নায়ক বাপ্পী। সিনেমায় অহঙ্কারী এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন ববি। বাপ্পীর সঙ্গে এটি ববির তৃতীয় সিনেমা। রোববার থেকে ববি শুরু করেছেন পরিচালক অনন্য মামুনের 'ব্ল্যাকমেইল' সিনেমার শুটিং। আরও অভিনয় করছেন ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন' এবং 'ওয়ান ওয়ে', শফিক হাসানের 'স্বপ্নছোঁয়া', রাজু চৌধুরীর 'ফলো মি', সেলিম রেজার 'না বলা ভালোবাসা' সিনেমায়। 

Bangla Movie

0 comments:

Post a Comment