The Latest

বাবা জিএম হোসাইন পেশায় শিক্ষক আর মা শাহ পারভীন আখতার একজন সমাজসেবিকা। দুজনই গান পছন্দ করতেন। তাই তাদের একমাত্র মেয়ে জান্নাতুল ফিরদাউস মিষ্টি ছোটবেলা থেকেই নাচ-গানের চর্চা করতেন। গানের পাশাপাশি কৈশেরে ছবি আঁকাও শিখেছেন তিনি।

তবে বেড়ে ওঠার সঙ্গে পাল্টে যেতে পারে শখ, ইচ্ছে ও ভবিষৎ পরিকল্পনা। তেমনটাই ঘটেছে এ প্রজন্মের চিত্রনায়িকা জান্নাত মিষ্টির বেলায়। ধীরে ধীরে তিনি চলচ্চিত্রাঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠছেন। এখনও কোনো ছবি মুক্তি না পেলেও বেশকিছু ছবি আছে তার হাতে।

খুলনা শহরে এইচএসসি পর্যন্ত পড়াশোনা শেষ করে ২০১০ সালে ঢাকায় আসেন মিষ্টি। ভর্তি হন রাজধানীর মালিবাগে সাফেনা মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কলেজে। সেখানেই দ্বিতীয় বর্ষে ডেন্টাল বিষয়ে পড়াশোনা করছেন।

মিষ্টি নিজেও জানতেন না বিনোদন অঙ্গনে জড়িয়ে যাবেন। এক বিকেলে বিনোদন বিভাগে এসে তিনি বললেন, ‘চলচ্চিত্রে আমার পথচলা শুরু হয়েছে বলতে পারেন হঠাৎ। ২০১২ সালে আমার কাজিন সজল আহমেদের মাধ্যমে ভেনাস সিটির একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হই। এরপর কাজ করেছি কেয়া কসমেটিকসের বিজ্ঞাপনে। তারপর নাটকে। চলচ্চিত্রে আমাকে নিয়ে এসেছেন আরেক কাজিন শীষ মনোয়ার। তিনি অনেক আগে থেকেই চাইতেন আমি বড় পর্দার জন্য কাজ করি।

ঢাকায় আসার পরই বেশকিছু টিভি নাটকে অভিনয় করতে দেখা গেছে মিষ্টিকে। গত বছর তার অভিনীত প্রথম নাটক দিনরাত্রির মানুষমাছরাঙা টিভিতে প্রচারিত হয়। এরপর পড়াশোনা ব্যস্ততার ফাঁকে ফাঁকে কাজ করেন তুহিন অবন্তর স্বর্ণলক্ষ্মী’, ফয়সাল মাহমুদের এক্সিডেন্ট’, আমজাদ হোসেনের জব্বার আলীর দিনকালএবং সজল আহমেদের বৃষ্টি থামার পর’, ‘ভেজা মেঘের স্বপ্নগুলোনাটকে।

নাটকে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মিষ্টি বলেন, ‘নাটকে কাজ করার ইচ্ছে ছিল না। মডেল হিসেবেই পরিচিতি পাওয়ার ইচ্ছে ছিল বেশি। তারপরও অভিনয় শেখার জন্য কাজ করেছি নাটকে।


সম্প্রতি চিত্রনায়ক বাপ্পীর বিপরীতে শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ এক্সপ্রেসছবিতে অভিনয় করেছেন জান্নাত মিষ্টি। এ ছাড়া ওয়াজেদ আলী সুমনের পাত্রী চাইএবং নজরুল ইসলামের চিনিবিবিছবিতে কাজ করেছেন। সামনে জাজ মাল্টিমিডিয়ার পথকলিএবং রাজু চৌধুরীর লাভ ইজ লাইফছবির কাজ শুরু করবেন তিনি।

এসব ছবিতে তাকে গ্রামীণ ও শহুরে মেয়ের চরিত্রে পর্দায় দেখবেন দর্শকরা। এর মধ্যে চিনিবিবিছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। এতে গ্রামের মাতব্বরের এক আহ্লাদী মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি। দুই গ্রামের মধ্যে খেলা নিয়ে একটি ঝামেলা তৈরি হয় গল্পে। এ ছবিতে পালাগান, পল্লীগান ও যাত্রাগানে থাকছে তার পরিবেশনা।

অভিনয়ের বাইরে মিষ্টির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আছে। নাম কুঁড়েঘর পিকচার্স। এখান থেকে বিভিন্ন নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করা হয়। আসন্ন রোজার ঈদের জন্যও কয়েকটি নাটক তৈরি হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া স্টাইল মেহেদি ও মডার্ন কসমেটিকসের একটি পণ্যের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে।


কিছুদিন ধরেই মিলন নামে একজন ফটোগ্রাফারের চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। পেশাগত কারণে একটি কোম্পানির কর্মচারীদের বার্ষিক পিকনিকে ছবি তোলার দায়িত্ব পায় সেই ফটোগ্রাফার। সেই সূত্রে ওই কোম্পানিতে কর্মরত প্রভার সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই তাদের ভালো লাগা শুরু হয়। কিন্তু কেউই প্রকাশ করেন না।

কিন্তু ফোনালাপ, সাক্ষাতে নিয়মিত যোগাযোগ চলছিল তাদের। জানা গেছে এরই মধ্যে প্রভার সঙ্গে সেই ফটোগ্রাফারের প্রেম বিনিময় হয়ে গেছে। তাহলে কি এই ছেলেটিই তার মনের মানুষ?

তবে ছেলেটি প্রভার মনের মানুষ হোক আর যাই হোক। এটি কিন্তু তার বাস্তব জীবনের গল্প নয়। নিজাম উদ্দিন লস্করের রচনা ও হারুন-অর-রশীদের পরিচালনায় মনের মানুষনামের একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি।


এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, "নাটকটির গল্প বেশ সুন্দর। আমি সাধারণত এমন রোমান্টিক ঘরানার গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করি। দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।" এতে ফটোগ্রাফার মিলনের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। নাটকটি একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
দিন দিন স্লিম হচ্ছেন মার্কিন মডেল-অভিনেত্রী প্যারিস হিলটন। গত কয়েক মাসে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি। ধীরে ধীরে জিরো সাইজের দিকে এগিয়ে চলছেন প্যারিস।

সম্প্রতি একটি মার্কিন রিয়েলিটি শোতে এ কথা জানান দেন তিনি। প্যারিস বলেন, শারীরিক কাঠামো জিরো ফিগারে নিয়ে আসতে তাকে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি ডায়েট কন্ট্রোলও করতে হচ্ছে।

জানা গেছে, প্যারিস তার বাড়িতে ছোট পরিসরের একটি ব্যায়ামাগার বানিয়েছেন। সেখানে প্রতিদিন ৩-৪ ঘণ্টা করে শরীরচর্চা করছেন তিনি।

এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী আরো বলেন, 'আমি আমার আগের ফিগারে খুব একটা সন্তুষ্ট ছিলাম না। তাই ওজন আরো কমিয়েছি। এভাবে নিয়মিত শরীরচর্চা চালিয়ে গেলে অচিরেই আমি জিরো সাইজের অধিকারী হব।'

সূত্রটি আরো জানিয়েছে, প্যারিস তার ডায়েট চার্ট থেকে সব ধরনের ফাস্টফুড জাতীয় খাবার একেবারেই বাদ দিয়েছেন। এখন শুধু ফল-মূল এবং নিরামিষযুক্ত খাবার খাচ্ছেন তিনি।


সুত্র: ডেইলি মেইল
হাজারো পুরুষের হৃদয় হরণকারী বলিউডের মিষ্টি চেহারার অধিকারিণী এই তারকার হৃদয়ে কে বসবাস করেন? এক কোথায় উত্তর ভারুন ধাওয়ান এলেও, প্রকৃত উত্তরটি কিন্তু আলিয়া নিজেই দিয়ে দিলেন। তবে ভারুন না হলে আলিয়ার হৃদয়ের পুরুষটি কে?

বলিউডে নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকার এক নম্বর আসনটিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলিয়া ভাট। আর সেই সুবাদে একে একে ঝুলিতে আসতে শুরু করেছে বলিউডের প্রতিষ্ঠিত নায়কদের বিপরীতে সিনেমায় কাজ করার অফার। আর এখানে থেকেই শুরু। জানা যায় আলিয়া ভাট শহীদ কাপুরের বিপরীতে শান্দারসিনেমাতে অভিনয় করতে চলেছেন। আর এই সুযোগটি পেয়ে আলিয়া তার মনের কথা জানিয়ে দিলেন এই চার্মিং হিরোকে।

আলিয়া জানান, আলিয়ার জীবনে প্রথম প্রেমের ছোঁয়া নিয়ে এসেছিলেন যে পুরুষটি তিনি আর কেউ নন শহীদ কাপুর। মাত্র ১১ বছর বয়সে ইশক ভিষকসিনেমায় শহীদকে প্রথম দেখেই ক্রাশ খান এই আলিয়া।

আলিয়া বলেন, আমি শহীদ কাপুরের অনেক বড় ভক্ত। আমি মাত্র ১১ বছর বয়সে শহীদের ইশক ভিষকসিনেমাটি দেখতে Gaiety Galaxy সিনেমা হলে যাই । আর প্রথম দেখতেই ভালো লেগে যায় শহীদ কাপুরকে। আমি তার প্রেমে পড়ে যাই। আর বাল্যকালের ক্রাশের সাথে অনস্ক্রিন শেয়ার করতে পারব ভেবেই ভালো লাগছে।

তবে ক্যারিয়ারের শুরু যেখানে ভারুন- সিদ্ধারথের মতো সমবয়সী অভিনেতার সাথে সেখানে শহীদের মতো তারকার সাথে অভিনয় করতে অসুবিধার সম্মুখীন হবেন না? এমন প্রশ্নের জবাবে আলিয়া বলেন, আমি এমনটা মনে করি না। শহীদ কাপুর আমার কাছে অন্যান্য সহকর্মী ভারুন-সিদ্ধারতের মতোই। আর আপনারা ভুলে যাচ্ছে আমি ইতোমধ্যেই আমার থেকে বয়সে বড় অভিনেতা রণদীপ হুড্ডার সাথে অভিনয় করেছি হাইওয়ে সিনেমাটিতে।


সুত্র: এনডিটিভি
অনেক অভিনেতা ও অভিনেত্রীই সালমানের হাত ধরে বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। বরাবরই নায়িকাদের পরিচিতি এবং তাদের সাথে প্রণয় সব কিছু মিলিয়ে বলিউড জগতের গুঞ্জনের নাম সালমান খান। যে কিনা বলিউডকে উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহার মতো তারকাদের। তবে এবার সালমান খানের সাথে নাম জড়াচ্ছে সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজের। আর সালমানের সাথে কাজ করতে গিয়ে ব্যক্তি সালমানের সান্নিধ্যে আসতে পেরে এই নায়িকা বেজায় খুশী।

সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কিকছবিতে তার সহ-অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। এখন পর্যন্ত যাঁদের সঙ্গে অভিনয় করেছেন তার মধ্যে সবচেয়ে চমত্কার সহ-অভিনেতা হিসেবে সালমানের নাম উল্লেখ করেছেন লঙ্কান এ সুন্দরী। শুধু তাই নয়, সালমানের পর বলিউডের আরও দুই খান শাহরুখ এবং আমিরের সঙ্গেও অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী জ্যাকুলিন।

সালমান সম্পর্কে জ্যাকুলিনের মন্তব্য, ‘সালমান খানের সঙ্গে কিকছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। এখন পর্যন্ত তাঁর মতো চমত্কার সহ-অভিনেতা আর কাউকেই মনে হয়নি আমার। তাঁর সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি আমি। সালমানের সঙ্গে কাজ করার পর এখন আমার সামনে কাজ করার জন্য অনেক দরজা খুলে গেছে। এখন আমি আমার ভবিষ্যত্ নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

জ্যাকুলিন আরও বলেন, ‘কেবলমাত্র সালমানের সঙ্গে একটি ছবি করে আমি সুপারস্টার হতে পারব না। আমাকে ভালো ভালো ছবিতে কাজ করা অব্যাহত রাখতে হবে। কাজের গতি ধরে রাখতে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। এখন আমি বলিউডের অন্য খানদের সঙ্গেও অভিনয় করতে চাই।

উল্লেখ্য যে জ্যাকুলিন বলিউডের পরিচালক সাজিদের প্রেমিকা। অন্তত গুঞ্জন তাই বলে!


সুত্র: ওয়ান ইন্ডিয়া
শাকিরা আবারও মা হতে যাচ্ছেন, এমনটা গুজবই কলম্বিয়ার বাতাসে ছড়িয়ে পড়েছে। কলম্বিয়ার মিডিয়াগুলো জানাচ্ছে, এটা গুজব নয় ঘটনা সত্যি। বিশ্বখ্যাত গায়িকা শাকিরা এবং তার প্রেমিক বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হতে যাচ্ছেন। ফক্স নিউজ ল্যাটিনো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে।

শাকিরার অন্তঃসত্ত্বার বিষয়টি প্রথম প্রকাশ পায় বিশ্বকাপের চূড়ান্ত খেলার অনুষ্ঠানে যখন তিনি "হিপ ডোন্ট লাই" গানের সাথে পারফর্ম করছিলেন। এ সময় তিনি খুবই সাবধানী ও কৌশলী পোশাক পরিধান করেন যা তার অন্তঃসত্ত্বার বিষয়টিকে আড়াল করে রাখে। ক্যারাকো প্রথম প্রতিবেদন করে যে শাকিরা তিন মাসের অন্তঃসত্ত্বা। আর এই জন্য এই জনপ্রিয় গায়িকা নিজের স্বাস্থ্য ও শরীরের প্রতি যত্ন নিচ্ছেন, পুষ্টিগুণ মেনে চলছেন।


উল্লেখ্য, শাকিরা ও পিকে দম্পতির মিলান নামে এক বছরের একটি সন্তান রয়েছে। পরজীবী সংক্রমণের কারণে ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় পপ তারকার সন্তান ধারণ জটিল হতে পারে বলে মিলানের জন্মের আগে চিকিৎসকরা মত দিয়েছিলেন।
তার রূপের জালে বাঁধা পড়েছে হাজারো পুরুষের হৃদয়। আকর্ষণীয় ফিগার আর রূপের মোহনীয়তায় শ্রীলঙ্কান এই সুন্দরী এখন পুরোপুরি বলিউডের রাজকুমারিতে পরিণত হয়েছেন। কেননা এই রূপসী নায়িকার রূপের জালে হাজারো সাধারণ পুরুষের মতোই আটকে গেছেন সালমান। সম্প্রতি একটি সিনেমায় একসাথে কাজ করার সুবাদে বেশ ঘনিষ্ঠ হতে দেখা যাচ্ছে তাদের।তবে আজ এই অভিনেত্রীর প্রেমের কাহিনী নিয়ে নয় বরং ক্যামেরার সামনে তার মোহনীয় উপস্থাপন নিয়ে হাজির হয়েছি।


এই তারকা বলিউডে তিনি পা রাখেন আলাদিন সিনেমাটির মধ্য দিয়ে। আর প্রথম সিনেমাটি তেমন ব্যবসফল না হলেও শ্রীলঙ্কান এই সুন্দরী নজর কাড়তে পেরেছিলেন দর্শকের। আর সেই সুবাদে ফিল্মফেয়ার ম্যাগাজিনের এবছরের মে মাসের সংখ্যাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছেন রূপের মহিমা ছড়িয়ে। চলুন তবে দেখে নেয়া যাক ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজকে।

























লাল রংয়ের গাউনে অপূর্ব জ্যাকুলিন























লাল রংয়ের গাউনে আরো একটি আকর্ষণীয় পোজে শ্রীলঙ্কান বিউটি
ফিল্মফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে আকর্ষণীয় জ্যাকুলিন ফার্নান্দেজ
দারুণ আকর্ষণীয় আবেদনময়ী জ্যাকুলিন
মিষ্টি কমলা রংয়ে অপরুপা তিনি 
বিশ্বসুন্দরীর খেতাব, বলিউডের এক নম্বর আসন, জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মুখ, নিজের গান রিলিজ। তিরিশ পেরোতে না পেরোতেই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। গত ১৮ জুলাই ৩২ পূর্ণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া, পা রাখলেন ৩৩-এ।
এই মুহূর্তে বলিউডের সবথেকে ভার্সাটাইল অভিনেত্রী হয়তো তিনিই। অগ্নিপথ, গুন্ডের মতো একেবারেই বলিউডি মশালা ছবির পাশাপাশি ফ্যাশন, সাত খুন মাফের মতো ছবি করার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। বরফি ছবির ঝাঁকড়া চুলের অটিস্টিক ঝিলমিল বা দৃঢ়প্রত্যয়ী মেরি কমের চরিত্র, প্রিয়াঙ্কা বারবারই প্রমাণ করছেন কেন তিনিই সেরা।মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। আর এক দশক পর আজ তিনি বলিউডের দেশি গার্ল, যিনি কিনা গ্লামারাস চরিত্রের পাশাপাশি করতে জানেন দারুণ অভিনয়ও! গাইতে জানেন গান, অভিনয় করছেন হলিউডেও। আর তাই তো তিনি সকলের আদরের পিগি চপস।